ক্ষমা প্রার্থনা

তিরতনেসু কায়েন বাচায় মনসাপি চ,পমাদেন কতং ভন্তে, সব্বং দোসং খমন্তু মে।
    তেসু কতঞ্জলী কম্মস্সানুভাবেন সব্বদা,অজ্ঝত্তিক চ বহিদ্ধা রোগা ছন্নবুতি বিধা।
    বত্তিংস কম্মকরণা, পঞ্চবীসতি ভেরবা, সোলসুপদ্দবা চাপি দণ্ডং দোসো দসট্ঠ চ।
    পঞ্চ বেরানি, চত্তারো অপায় চ তয়ো পি চ কপ্পা চ ইতি সব্বেতে বিনস্সন্ত অসেসতো।
    ইচ্ছিতং পত্থিতং চাপি খিপ্পমের সমিজ্ঝতো,দীঘঞ্চ হোতু মে আয়ু সংসারে সব্ব জাতিসু।
    অনাগতেহি মেত্তেয়্য সত্থুনো দস্সনং বরং সবেয়্যকরণং লদ্ধো নিব্বাণং পাপুণিস্সাহং।
বাংলাঃ
    প্রভু ত্রিরতেœর কাছে কায়-বাক্য ও মনের দ্বারা কৃত আমার সমস্ত অপরাধের ক্ষমা ভিক্ষা করছি।
    সর্বদা ত্রিরতেœর প্রতি কৃত অঞ্জলিকর্মের পুণ্য প্রভাবে আমার ভিতর বাহিরের ছিয়ানব্বই প্রকার রোগ, বত্রিশ প্রকার কায়িক শাস্তি, পঁচিশ প্রকার ভয়,ষোল প্রকার উপদ্রব, দশ দণ্ড, অষ্ট দোষ, পঞ্চ বৈরী, চতুর অপায়,ত্রিবিধ কল্প এ সমস্ত নিঃ শেষে বিনষ্ট হোক।
    আমার ঈপ্সিত ও প্রার্থিত যাবতীয় কামনা শীঘ্রই পরিপূর্ণ হোক। জন্ম-জন্মান্তরে আমার আয়ু দীর্ঘ হোক।
    ভবিষ্যতে আর্যমৈত্রেয় বুদ্ধের পবিত্র দর্শন ও ত্রিপিটক শাস্ত্র শ্রবণের ফলে আমি যেন নির্বাণ লাভ করতে পারি। - 

No comments :

| Copyright © 2013 Buddhism in Bangladesh