পঞ্চশীল প্রার্থনা ও প্রদানের নিয়ম ( Pancasila )

১.    পাণাতিপাতা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
২.    অদিন্নাদানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৩.    কামেসু মিচ্ছাচারা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৪.    মুসাবাদা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৫.    সুরামেরেয়-মজ্জ- পমাদট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
সাধু সাধু তিসরণেন সদ্ধিং পঞ্চসীলং ধম্মং সাধুকং সুরকখিতং কত্বা অপ্পমাদেন সম্পাদেথ।
গৃহী ঃ আম ভন্তে।
পঞ্চশীল প্রার্থনা বাংলা ঃ ভন্তে, অবকাশ করুন, সংসার দুঃখ থেকে মুক্তিলাভ, নির্বাণ সাক্ষাৎ করার উদ্দেশ্যে কর্মও কর্মের বিপাককে শ্রদ্ধা করে আমি ত্রিশরণসহ পঞ্চশীল ধর্ম প্রার্থনা করছি; ভন্তে অনুগ্রহপূর্বক আমাকে শীল প্রদান করুন। দ্বিতীয়বার.....। তৃতীয়বার......। ভিক্ষু একধিক হলে সঙ্ঘো বলবেন।
ভিক্ষু  ঃ আমি যা বলি,তুমি তা বল। গৃহী ঃ হ্যাঁ ভদন্ত।
ভিক্ষু ঃ সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে নমস্কার করছি।
গৃহী ঃ সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে নমস্কার করছি। (তিনবার)।
ভিক্ষু ঃ বুদ্ধের শরণ গ্রহণ করছি ধর্মের শরণ গ্রহণ করছি, সংঘের শরণ গ্রহণ করছি।
দ্বিতীয়বার.....। তৃতীয়বার...।
ভিক্ষু ঃ ত্রিশরণ গ্রহণ সম্পন্ন হল। গৃহী ঃ হ্যাঁ ভদন্ত।
পঞ্চশীলের বাংলা
১। প্রাণী হত্যা হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
২। অদত্ত বস্তু গ্রহণ বা চুরি করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
৩। অবৈধ কামাচার থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
৪। মিথ্যা বাক্য বলা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
৫। প্রমত্ততার কারণ সুরা মৈরেয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
ভিক্ষু ঃ আচ্ছা, ত্রিশরণসহ পঞ্চশীল ধর্ম উত্তমরূপে রক্ষা করে অপ্রমত্তভাবে সম্পাদন কর।
গৃহী ঃ হ্যাঁ ভদন্ত।

3 comments :

  1. সাধু সাধু সাধু

    ReplyDelete
  2. সাধু সাধু সাধু

    ReplyDelete
  3. সাধু সাধু সাধু

    ReplyDelete

| Copyright © 2013 Buddhism in Bangladesh