বুদ্ধ গাথা সমুহ
*************
★★★
ত্রিশরণ গাথা
বুদ্ধের শরণ গত নরকে না যায়,
নর লোক পরিহরি দেবলোক পায়।
ধর্মের শরণ গত নরকে না যায়,
নর লোক পরিহরি দেবলোক পায়।
সংঘের শরণ গত নরকে না যায়,
নর লোক পরিহরি দেবলোক পায়।
ভূধর, কন্দর কিংবা জনহীন বন,
শান্তি হেতু লয় লোকেসহস্র শরণ।
ত্রিরতœ শরণ কিন্তু সর্ব দুঃখ ক্ষয়,
লভিতে ইহারে সদা হও অগ্রসর।
বুদ্ধের সপ্তবার গাথা
গুরুবারে বুদ্ধাংকু মাতৃগর্ভে এল,
শুক্রবারে শুভলগ্নে ভূমিষ্ঠ হইল।
সোমবারে গৃহত্যাগ করেন সিদ্ধার্থ,
বুধবারে লভেন তিনি পরম বুদ্ধত্ব।
শনিবারে ধর্মচক্র করেন দেশন,
মঙ্গলবারে পরি নির্বাণ লভে বুদ্ধ ধন।
রবিবারে দাহ কার্য হল সমাপন,
সপ্তবারে সপ্তকার্য হল সমাপন।
এই সপ্তবারের মধ্যে শুধু মঙ্গলবার,
বড়ই শোকের বলি স্মরি বারে বার।
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।
প্রদীপ পূজা
অন্ধকার ধবংস কারী এই দ্বীপ দানে,
পুজেতেছি পুজিতেছি বুদ্ধ ভগবানে।
দ্বীপের আলোক যথা অন্ধকার হরে,
জ্ঞানের আলোক তথা মোহ দুর করে।
কেমন সুন্দর দ্বীপ নয়ন রঞ্জন,
কিন্তু ইহা হইতেছে ক্ষয় অনুক্ষণ।
এ সলিতা, এই তৈল, যবে ফুরাইবে,
তখনি এ যোগ জাত দ্বীপ নিভে যাবে।
সেইরূপ তৃষ্ণা-তৈল গেলে শুকাইয়া
জীবনের শিখা যায় নির্বাপিয়া।
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।
পুষ্প পুজা
বন্ন গন্ধ গুণ যুত কুসুম প্রদানে,
পুজেতেছি পুজিতেছি বুদ্ধ ভগবানে।
এই পুষ্প এ ক্ষণ সুন্দর বরণ,
মনোরম গন্ধ তার সুন্দর গঠন।
কিন্তু শীঘ্রই বর্ণ তার হইবে মলিন,
দুর্গন্ধ দুগঠন অনিত্য বিলিন।
এই রুপ জড়াজড় সকলি অনিত্য।
সকলি দুঃখের হেতু সকলি অনাত্ব,
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ, ক্ষয় যেন পায়।
বুদ্ধপূজা গাথা
বুদ্ধ পূজা কি আনন্দ ওহে ভক্তগণ,
ইহা বড় পূণ্য মহালাভের কারণ।
মিলি মোরা এক সঙ্গে আনন্দিত মনে,
নানা দ্রব্য সাজাইয়া পরম যতনে।
খাদ্য, ভোজ্য, প্রদীপ, পুষ্প, নানা সুভাষিত,
মহানন্দে বুদ্ধ পদে হইয়া ভক্তি চিত।
আনন্দেতে বিভূষিত আমাদের মন,
আজি মোর সবে দিব পূজা হয়ে এক মন।
অসার মানব কুলে পূণ্য বিনাধন,
নাহি হবে এই ভবে সুখের কারণ।
তাই এই পূন্য দিনে মিলি সর্বজন,
,এসো পূজি মহানন্দে বুদ্ধের চরণ।
দয়ার সাগর বুদ্ধ মুক্তির আকর,
অনন্ত পূণ্যে জ্যোতি জগতে প্রসার।
বুদ্ধ পূজায় মহাপূণ্য লভি সর্বজন,
লভিতে বাসনা সবে নির্বাণ কারণ।
এই পূজা, এই পূণ্য, প্রার্থনা করি অনুক্ষণ,
প্রার্থনায় ইহাতে মম হউক পূরন।
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।
(সংগ্রহ)
No comments :