বৌদ্ধিক জ্ঞান জাগায় অন্তরে - তন্ময় চৌধুরী।

 
বৌদ্ধিক জ্ঞান জাগায় অন্তরে
- তন্ময় চৌধুরী।

আমার আমার বলি সবে
বাস্তবে কি আমার রবে?
আমার নাই এই ভবে
যদি হয় বন্ধ শ্বাস-প্রশ্বাস চিরতরে।

বাড়ি, গাড়ি, সুন্দরী নারী
উচ্চ শিক্ষার বাহাদুরী
দেহ বল, লোক বল
আরো দেখায় ধন বল
আমি জানি সব বিদ্যা
আমি পারি মাইকে বক্তৃতা
আমি মহাজন।

ওহে সুধীজন
ঐ দেখ আয়ু তরী
ডুবিতেছে জলনিধি
বৌদ্ধিক জ্ঞান অন্তরে জাগায়
দূর করি মানের কৃতি।

No comments :

Designed by vnBloggertheme.com | Copyright © 2013 Buddhism in Bangladesh