|
কঠিন চীবর দান (Buddhist kathina )
ভিক্ষু সংঘকে বিশেষ সময়ে অনুষ্ঠানে চীবর দান করা হয় বলে একে কঠিন চীবর বলা হয়। বিনয় বিধান অনুসারে স্থান-কাল পাত্রের পূর্ণতায় কঠিন চীবর দান দিতে হয় যে বিহারে ভিক্ষু আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিনমাস বর্ষবাস ভঙ্গ না করে প্রবারণা সম্পন্ন করেন সে বিহারে উপযুক্ত স্থান। আশ্বিনী পূর্ণিমার পরিদিন প্রতিপদের সূর্যোদয় হতে কার্তিকী পূর্ণিমা অবসোনের সূযোদয়ের পূর্বক্ষণ পর্যন্ত একমাস দানক্রিয়া উদ্ যাপনের সময়। আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিনমাস বর্যবাস পালনকারী ভিক্ষু উপযুক্ত পাত্র। এসব বিবেচনা করে দান দিতে হয় বলে কঠিন চীবর দান নামে অভিহিত। জগতে যত প্রকার দান আছে, তন্মধ্যে কঠিন চীবর দান সবার ওপরে । অন্যান্য দানীয় বস্তু একশত বছর দান করলেও একখানা কঠিন চীবর দানের ষোলভাগের এক ভাগ পুণ্যলাভ হয় না । কঠিন চীবর দানের মহাফল জেনে জীবনে অন্তত একবার এই দান করা উচিত।
No comments :